কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শক্তিশালী করার লক্ষ্যে ডেটা সেন্টার নির্মাণে বিশাল বিনিয়োগের পরিকল্পনা করেছে ওপেনএআই, সফটব্যাংক এবং ওরাকল। হোয়াইট হাউসে এ উদ্যোগের ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এটিকে “আমেরিকার সম্ভাবনার প্রতি আস্থার দৃঢ় ঘোষণা” বলে অভিহিত করেছেন।
ওপেনএআই, সফটব্যাংক ও ওরাকল ‘স্টারগেট’ নামে পরিচিত এই যৌথ প্রকল্পে আগামী চার বছরে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। এ প্রকল্পটি যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিভিন্ন ডেটা সেন্টার নির্মাণের মাধ্যমে শুরু হবে এবং তা এক লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।
প্রকল্পে অংশীদার হিসেবে মাইক্রোসফট, যুক্তরাজ্যের চিপ কোম্পানি আর্ম, এবং মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার মতো প্রযুক্তি জায়ান্টও রয়েছে। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিনিয়োগকারী ‘এমজিএক্স’ও এই প্রকল্পে যুক্ত হয়েছে।
ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান বলেন, “এই যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হবে এটি। প্রেসিডেন্ট ট্রাম্প আপনাকে ছাড়া আমরা এটি করতে পারতাম না।”
প্রকল্পটি এআই অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি কম্পিউটিং ক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তি শিল্পের প্রতিযোগিতায় নেতৃত্ব দেওয়ার লক্ষ্যেও কাজ করবে।
এর আগে, হোয়াইট হাউসের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কিছু নীতিমালা প্রণয়ন করেছিলেন, যা বিভিন্ন দেশে এআই চিপ রপ্তানি সীমিত করেছিল। তবে বর্তমান প্রশাসন এআই খাতে বিশাল বিনিয়োগকে উৎসাহিত করছে।
মার্চ ২০২২ সালে প্রথম এই প্রকল্পের ধারণা প্রকাশিত হয়েছিল। বর্তমানে ডেটা সেন্টার নির্মাণের চাহিদা জ্বালানি সরবরাহ এবং পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ সৃষ্টি করেছে।
মাইক্রোসফট ইতোমধ্যে এআইচালিত ডেটা সেন্টার নির্মাণে বার্ষিক ৮ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
বিশ্বজুড়ে এআই প্রতিযোগিতায় প্রযুক্তি প্রধানদের এই উদ্যোগ বিশ্বব্যাপী এআই উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।