কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও ভূমি অধিগ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। রোববার দুপুরে সরকারি গুরুদয়াল কলেজের অস্থায়ী ক্যাম্পাস থেকে মিছিল শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।
শিক্ষার্থীরা জানান, নিরাপত্তা ও শিক্ষার মান উন্নয়নে স্থায়ী ক্যাম্পাসের বিকল্প নেই। মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র মাশরাফি বিন মোর্তজা ও তানভীর আহমেদ। তারা বলেন, “অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতা রয়েছে। স্থায়ী ক্যাম্পাস না থাকায় পড়াশোনা ও অন্যান্য কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।”
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ২০২১ সালে সরকারি গুরুদয়াল কলেজের একটি ভবনে শুরু হয়। ২০২৩ সালে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু হওয়ার পর থেকে শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও স্থায়ী ক্যাম্পাস না থাকায় সংকট তৈরি হচ্ছে।
শিক্ষার্থীরা আশা করেন, দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে, যাতে তারা একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশে পড়াশোনা করতে পারেন।