এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে অনাড়ম্বর আয়োজনে নিজের জন্মদিন পালন করলেন নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশানের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ। এ সময় কেক কেটে এতিম শিশুদের সঙ্গে খাবার খান এ মানবিক ব্যাক্তিত্ব।
২৮ মে মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে একটি এতিমখানায় ব্যাতিক্রমী এ জন্মদিন পালন করেন তিনি। আয়োজনে এতিম খানার প্রায় শতাধিক এতিম শিশু, এতিমখানার পরিচালক-তত্বাবধায়ক, জনপ্রতিনিধি, শুভানুধ্যায়ী ও এনবিএমইজিএফের ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।
ইকবাল বাহার বলেন, জন্মদিনে এতিম শিশুদের সঙ্গে বসে দুপুরের খাবার খাওয়াই ছিল জন্মদিনের এ আয়োজনের মূল উদ্দেশ্য। এতিমদের সঙ্গে নিজের জন্মদিনের কেক কাটা, একবেলা খাবার খাওয়া অন্যরকম তৃপ্তিদায়ক বলছিলেন তিনি।
এতিমদের সঙ্গে জনমদিনের কেক কাটার ছবি ইতিমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়লে শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা জানাতে থাকেন মানবতার ফেরিওয়ালা, উদ্যক্ত্যাদের মেন্টর ইকবাল বাহারকে।
সাবিনা ইয়াসমিন নামে একজন কমেন্ট করেন- “মাশাল্লাল অসাধারণ স্যার । আশা করি আপনাকে দেখে আমাদের সমাজটা পরিবর্তন হবে।আপনার জন্য শুভকামনা অনেক অনেক ভালোবাসা ।শুভ জন্মদিন।”
উম্মে সালমা দিয়া কমেন্ট করেন- আপনার জন্য দোয়া করি লিডার। আপনার ১২ মাস আনন্দের, ৫২ সপ্তাহ খুশির, ৩৬৫ দিন সাফল্যের, ৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য, আর ৫২৬০০ মিনিট সৌভাগ্যের হয়। শুভ জন্মদিন।