জানালা খুলে গাড়ি চালানোর অভ্যাস অনেকেরই। এসির ব্যবহার করতে যাতে না হয় তার জন্য এই পদ্ধতি মেনে চলেন তারা। তবে এর কিছু খারাপ দিকও রয়েছে। যা আপনার খরচের বোঝা বাড়িয়ে দিতে পারে। সকল গাড়ি চালকদের এই বিষয়টি জানা উচিত। কেন জানালা খুলে গাড়ি চালানো ঠিক নয় জেনে নিন।
জ্বালানি খরচ বৃদ্ধি পায়
গাড়ির জানলা খুলে দিলে বাইরের হাওয়া ভেতরে প্রবেশ করে। এর ফলে বাতাসের চাপ বেড়ে যায় গাড়ির ভেতর। ওই চাপ সামলে গাড়ি টানতে ইঞ্জিনের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়। আর ইঞ্জিন যত বেশি খাটবে তত বেশ তার জ্বালানি প্রয়োজন হবে।
বায়ু দূষণও বৃদ্ধি পায়
জানালা খুলে গাড়ি চালালে বায়ু দূষণ কীভাবে বাড়ে। কেননা, বাইরের ধুলা, দূষিত গ্যাস সব কিছু এসে মেশে গাড়ির ভিতরে। এর ফলে গাড়ির ভেতরে অবস্থিত বাতাসের মান কমে যায়। বিশেষ করে যাদের হাঁপানি বা অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের জন্য বিপজ্জনক।
শব্দ দূষণ
গাড়ির জানালা খুলে রাখা মানে দূষিত বাতাসের সঙ্গে শব্দের হইচই। বিশেষ করে ঘিঞ্জি এলাকা দিয়ে গাড়ি চালালে এই সমস্যা তৈরি হয়। নানা লোকের নানা মন্তব্য কানে এসে ভিড় করে। এর ফলে মানসিক শান্তি নষ্ট হয় এবং গাড়ি চালানোর সময় মনোযোগও ভাঙতে পারে। যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তোলে।
অন্যান্য ঝুঁকি
জানালা খুলে রাখার ফলে সূর্যের কড়া রোদ আপনার ত্বক ও চোখের ক্ষতি করতে পারে। এছাড়াও বাতাসে ভেসে থাকা পোকামাকড়, মাছি ইত্যাদি ঢুকে যেতে পারে গাড়িতে। বাচ্চা থাকলে খুবই বিপজ্জনক। তাই জানলা বন্ধ রেখেই চালানো উচিত।
চুরির ভয়
গাড়ির জানালা খোলা রাখলে চুরি হতে পারে ফোন, চার্জার, মানিব্যাগ, ইলেকট্রনিক ডিভাইস, সানগ্লাস ইত্যাদি। কারণ তা আটকানোর জন্য কোনও প্রতিরোধ ব্যবস্থা থাকে না। ফলে চোরের কাছে সেগুলি চুরি করার সুযোগ তৈরি হয়।
সাধারণত বিশুদ্ধ বাতাসের জন্য গাড়ির জানালা খুলে থাকেন চালকেরা। দমবন্ধ পরিবেশ থেকে বাঁচতে এই জানালা খুলে রাখা হয়। একান্তই যদি তার প্রয়োজন হয়, তাহলে এসি বন্ধ করে গাড়িকে রাস্তার ধারে কিছুক্ষণের জন্য পার্ক করে রাখুন। পাশাপাশি জানালা খোলা অবস্থায় গাড়ি চললে, যাত্রী ও চালককে অবশ্যই সতর্ক থাকা উচিত।