অনুষ্ঠিত হয়ে গেল গুডউড ফেস্টিভ্যাল অব স্পিড। এবারের আয়োজনে প্রথমবারের মতো হাই-এন্ড চীনা ব্র্যান্ড নিজেদের গাড়ি উন্মোচন করলো বিওয়াইডি। যুক্তরাজ্যের ওয়েস্ট সাসেক্সের গুডউড হাউজে মোটরস্পোর্টসের বাৎসরিক উৎসব হিসেবে আয়োজিত হয় গুডউড ফেস্টিভ্যাল অব স্পিড। এ বছরও ১১-১৪ জুলাই এই উৎসবের আয়োজন করা হয়। এবারের গুডউড ফেস্টিভ্যাল অব স্পিডের প্রতিপাদ্য ছিল ‘হর্সলেস টু হাইব্রিড – রেভ্যুলুশন ইন পাওয়ার’, যেখানে ১৩০ বছরের প্রযুক্তিগত অগ্রগতিকে উদযাপন করা হয়।
অনবদ্য ও দ্রুতগতিসম্পন্ন সব গাড়ির ইঞ্জিনের শক্তি ও সক্ষমতা সামনে থেকে দেখতে ব্রিটিশ গুডউড ফেস্টিভ্যালে জড়ো হন হাজারো গাড়িপ্রেমী। সাধারণত, এই উৎসবে ব্রিটিশ স্পোর্টস কার প্রদর্শন করা হলেও, এবার দর্শনার্থীরা বিওয়াইডি’র মতো চীনা ব্র্যান্ডের দুর্দান্ত সব বৈদ্যুতিক গাড়ি (ইভি) দেখার সুযোগ পান।
ফেস্টিভ্যালে ইয়্যাংওয়্যাং ইউ ৮ ও ইয়্যাংওয়্যাং ইউ ৯ প্রদর্শন করে লাক্সারি চীনা ব্র্যান্ড বিওয়াইডি। ব্র্যান্ডটির গত ২০ বছরের উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরে এই ইয়্যাংওয়্যাং ইউ ৮ এসইউভি গাড়িটি। অপরদিকে বৈদ্যুতিক সুপারকার ইয়্যাংওয়্যাং ইউ ৯-এ এ৪ প্ল্যাটফর্ম (পাওয়ার সিস্টেম) ও বিওয়াইডি’র ডাইসাস এক্স সাসপেনশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। অল-হুইল ড্রাইভ (এডব্লিউডি) এই গাড়িটি মাত্র ২.৩৬ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার পার আওয়ারে গতি তুলতে এবং মাত্র ৯.৭৮ সেকেন্ডে ৪০০ মিটার পথ পাড়ি দিতে সক্ষম।
গুডউড ফেস্টিভ্যালে রেসিংকার-প্রেমীরা নিউ এনার্জি ভেহিকলের (এনইভি) অভূতপূর্ব প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন। ভবিষ্যতে অটোমোবিল খাতের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে এমন পণ্য ও প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার সুযোগ পায় গাড়িপ্রেমীরা।