বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম করেন।
সভায় আহত ও নিহত সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়াসহ সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।