ডিসেম্বর মাসে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি মাসের প্রথম ২৮ দিনে দেশে এসেছে ২৪২ কোটি ৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা প্রতিদিন গড়ে ৮ কোটি ৬৪ লাখ ডলার।
রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ গত নভেম্বর ও অক্টোবরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। নভেম্বর মাসের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২০৫ কোটি ২৪ লাখ ডলার এবং অক্টোবরে ২১৬ কোটি ৪৪ লাখ ডলার।
রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৬৮ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যেখানে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে সর্বোচ্চ ১৬৩ কোটি ১৩ লাখ ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ২৬ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের চতুর্থ সপ্তাহে (২২-২৮ ডিসেম্বর) দেশে এসেছে ৪১ কোটি ৩৩ লাখ ডলার। মাসের তৃতীয় সপ্তাহে এ সংখ্যা ছিল ৭৬ কোটি ৪৯ লাখ ডলার।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহ প্রদান এবং নানা সরকারি উদ্যোগের কারণে প্রবাসী আয় বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মাত্র ১৯১ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।
বিশ্লেষকদের মতে, এই ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।