বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের সার্বিক উন্নয়নে উদ্যোক্তা তৈরির লক্ষে উপজেলার পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দিয়েছেন।
এ সময় তিনি বলেন, “মানুষ মাত্রই উদ্যোক্তা। মানুষের কাজই হলো নিজের মন মতো কাজ করা। বাণিজ্য মেলা মানুষের উদ্যোগকে ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয়। এ সুযোগ কাজে লাগাতে হবে।” তিনি আরও বলেন, নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে দেশের রফতানি শিল্পকে আরও সমৃদ্ধ করতে হবে, এবং এ জন্য ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান।
এবারের বাণিজ্য মেলায় রফতানি প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডের তাগিদে একটি পণ্যকে ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়েছে, যার নাম ফার্নিচার। একই সঙ্গে উদ্যোক্তাদেরও পরিচিত করানোর গুরুত্বের ওপর জোর দেন ড. ইউনূস।
এবারের মেলায় ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন স্থান পেয়েছে, যেখানে বিশ্বের সাতটি দেশের ১১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় নানা নতুন উদ্যোগ নেয়া হয়েছে, যেমন, অনলাইনে স্টল বরাদ্দ, বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিস এবং বিশেষ ছাড়ে উবার সার্ভিসের সুবিধা।
এছাড়া, মেলায় নানা সেক্টরের পণ্যভিত্তিক সেমিনার, বিদেশি উদ্যোক্তাদের জন্য সোর্সিং কর্নার, এবং শিশুদের জন্য নির্মল চিত্তবিনোদনের ব্যবস্থা করা হয়েছে। মেলা চলবে মাসব্যাপী, সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে রাত ১০টা পর্যন্ত।