ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর আগামী ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে রূপগঞ্জের পূর্বাচল উপশহরে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারে। এই মেলা চলবে এক মাসব্যাপী, যেখানে ৩৬২টি স্টল থাকবে, যার মধ্যে বিদেশি স্টলও রয়েছে। মেলার প্রধান প্রবেশদ্বারটি তৈরি করা হয়েছে ‘৩৬ জুলাই’-এর স্মৃতির আদলে, যেখানে শহিদ আবু সাঈদ কর্নার ও মুগ্ধ কর্নার স্থাপন করা হয়েছে। মেলার উদ্বোধন করবেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
মেলার আয়োজন চলছে শেষ মুহূর্তে, যেখানে স্টলগুলোতে কাজ চলছে ত্বরিত গতিতে। মেলার নিরাপত্তা নিশ্চিত করতে ৭০০ পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালতের টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া, সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও ব্যাংকিং বুথসহ অন্যান্য সুবিধাও থাকবে।
তবে, মেলা প্রাঙ্গণটি সেজে উঠলেও, আশঙ্কা রয়েছে এশিয়ান বাইপাস সড়কের অসমাপ্ত নির্মাণ কাজের কারণে যানজট হতে পারে। তবে মেলা কর্তৃপক্ষ আশাবাদী যে, সকল প্রস্তুতি সঠিকভাবে সম্পন্ন হলে এটি একটি সফল আয়োজন হবে।