বেসরকারী মোবাইল অপারেটর বাংলালিংকের আয় বেড়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মোট ১ হাজার ৫৮৮ কোটি টাকা আয় করেছে কোম্পানিটি। যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ১ শতাংশ বেশি।
মঙ্গলবার ঢাকার গুলশানে অপারেটরটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস। । তবে এ প্রান্তিকে কোম্পানিটির মুনাফার তথ্য প্রকাশ করতে চাননি এরিক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি ২০২৩ সালের জুলাই-সেপ্টেম্বরে আয় বাড়ার পেছনে ভূমিকা রেখেছে ডেটার আয়ে প্রবৃদ্ধি। এই আয়ের ২৮ শতাংশ এসেছে ডেটা থেকে। গতবছরের তৃতীয় প্রান্তিকে তার আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ১১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩৭৯ কোটি টাকা আয় করেছিলো বাংলালিংক। তখন ডেটা থেকে বাংলালিংকের আয় ২১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিলো।
বর্তমানে চার কোটি ৩০ লাখ গ্রাহকের কোম্পানিটি সবশেষ ছয় প্রান্তিক ধরে টানা দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে।
আর্থিক প্রবৃদ্ধির এই ধারাবাহিতার পেছনের গল্প তুলে ধরেন বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও বাংলালিংক-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জেম ভেলিপাসাওগ্লু। এই প্রবৃদ্ধি অব্যাহত রাখার ক্ষেত্রে বাংলালিংকের বিভিন্ন ডিজিটাল সেবার ভূমিকা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম টফি ও টেলিকম সুপার অ্যাপ মাইবিএল।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গত এক বছরে অপারেটরটির সুপার অ্যাপ মাইবিএল গ্রাহক সংখ্যা বৃদ্ধির হার ৪৮ শতাংশ। এর ব্যবহারকারী বেড়ে হয়েছে সাড়ে ৭ লাখ।