বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের জীবনে ওঠাপড়া যেন লেগেই আছে। টানা দুই বছর আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে থাকার পর তাদের বিচ্ছেদ ঘটে। প্রেম ভাঙার ধাক্কা সামলাতে কিছুটা সময় নিলেও চলতি বছরেই নতুন প্রেম খুঁজে পেয়েছেন চাঙ্কি পান্ডের মেয়ে। যদিও নতুন প্রেমিক ওয়াকার ব্ল্যাঙ্কোকে নিয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা শেয়ার করেছেন, তার কেমন সঙ্গীর প্রত্যাশা। আবেগপ্রবণ অনন্যা বলেন, এমন সঙ্গী চান যার কাঁধে মাথা রাখা যায় এবং যে মনোযোগ দিয়ে তার কথা শুনবে। তিনি বলেন, “আমার সমস্যা সমাধানের প্রয়োজন নেই। আমি চাই, সঙ্গী আমার কথাগুলো মন দিয়ে শুনুক। অনেকেই মনে করেন, সমস্যার কথা বলা মানে সমাধান খুঁজে দেওয়া। কিন্তু আসলে আমি হালকা হতে চাই মাত্র।”
সঙ্গীর সঙ্গে মতান্তর বা ঝগড়ার সময় আচরণ দেখাটাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন অনন্যা। তিনি বলেন, “ঝগড়ার সময় মানুষের প্রকৃত রূপ প্রকাশ পায়। ভালো মুহূর্তে সবাই ভালো লাগে, কিন্তু মতান্তর হলে বোঝা যায় কেউ আসলে কতটা সম্মান দেয়।”
প্রসঙ্গত, অনন্যাকে সম্প্রতি দেখা গেছে ‘কল মি বে’ ওয়েব সিরিজ এবং ‘কন্ট্রোল’ ছবিতে। ব্যক্তিগত জীবনের মতোই তার কর্মজীবনেও নতুন কিছু করার চেষ্টায় রয়েছেন এই অভিনেত্রী।