ভারতের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের শুটিং শেষ হয়েছে। অভিনেতা মনোজ বাজপেয়ী তার ইনস্টাগ্রাম স্টোরিতে এ খবর নিশ্চিত করেছেন। এক ড্যাম্ব স্লেটের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “শুটিং শেষ! ফ্যামিলি ম্যান ৩! আর একটু অপেক্ষা।”
প্রাইম ভিডিওর এ অ্যাকশন-প্যাকড সিরিজটি পরিচালনা করেছেন রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডি কে। মনোজ বাজপেয়ী ছাড়াও তৃতীয় সিজনে অভিনয় করেছেন প্রিয়ামনি, শরিব হাশমি, আশলেশা ঠাকুর ও বেদান্ত সিনহা। মনোজ বাজপেয়ী তার আইকনিক চরিত্র শ্রীকান্ত তিওয়ারি হিসেবে আবার ফিরছেন। এ সিজনে শ্রীকান্তকে দেশের জাতীয় নিরাপত্তা হুমকি মোকাবিলা করার পাশাপাশি পারিবারিক জীবনের জটিলতাও সামলাতে দেখা যাবে।
সিরিজের প্রথম সিজন ২০১৯ সালে মুক্তি পায় এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। দ্বিতীয় সিজন, যেখানে সামান্থা রুথ প্রভু অভিনয় করেছিলেন, ২০২১ সালে মুক্তি পায় এবং একইভাবে দর্শকপ্রিয়তা পায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী জানিয়েছেন, সিরিজটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলমান। ডাবিং, সম্পাদনা এবং বৈশ্বিক বিপণন কৌশলের জন্য প্রায় ৯-১২ মাস সময় লাগবে। ফলে, ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ৩ আগামী বছর দীপাবলি নাগাদ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
দর্শকরা ইতোমধ্যে তৃতীয় সিজন নিয়ে উত্তেজিত, আর মুক্তির অপেক্ষায় দিন গুনছেন।