জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ-এর বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, তাহসান রোজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে বিষয়টি নিয়ে শনিবার সকাল পর্যন্ত সঠিক তথ্য মেলেনি।
শুক্রবার রাতে যোগাযোগ করা হলে তাহসান জানান, ‘সকালে এ বিষয়ে বিস্তারিত জানাব।’ শনিবার সকাল ১০টা ২০ মিনিটে তাহসান পরিষ্কার করেন, ‘এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, যেখানে ছবিগুলো তোলা হয়েছে। আজ সন্ধ্যায় বিস্তারিত জানাব।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ছবি
আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান ও রোজার একাধিক ছবি ভাইরাল হয়। ছবিগুলো দেখে নেটিজেনরা তাদের শুভেচ্ছা জানাতে শুরু করেন। বিনোদন অঙ্গনের অনেকে মন্তব্য করেন, যেমন একজন লিখেছেন, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। তাঁর সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল!’
রোজা আহমেদের পরিচিতি
অনেকের মনোযোগ কেড়েছে রোজা আহমেদের পরিচয়।
- তিনি গত ১০ বছর ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন।
- রোজা নিউইয়র্কে পড়াশোনা করেছেন এবং কসমেটোলজি লাইসেন্স অর্জন করেছেন।
- বর্তমানে নিউইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন।
- তিনি একজন উদ্যোক্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। তাঁর অসংখ্য অনুসারী রয়েছে।
তাহসানের ব্যক্তিগত জীবন
তাহসান ২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী মিথিলা-কে বিয়ে করেন। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। তবে ২০১৭ সালের ৪ অক্টোবর তারা বিচ্ছেদের ঘোষণা দেন। পরবর্তী সময়ে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি-কে বিয়ে করেন।
অপেক্ষা সন্ধ্যার ঘোষণার
তাহসান জানিয়েছেন, আজ শনিবার সন্ধ্যায় তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত ঘোষণা দেবেন। এখন পর্যন্ত এটি শুধুই একটি গুঞ্জন।