যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছিল, যা তিনি কোনো অর্থ ছাড়াই পেয়েছেন। এই ফ্ল্যাটটি তাকে উপহার দিয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকা আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফ। ফিন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয়েছে, ২০০১ সালে টিউলিপ সিদ্দিক ওই ফ্ল্যাটটি পেয়েছিলেন, যার বর্তমান মূল্য ৬ লাখ ৫০ হাজার পাউন্ড (প্রায় ৯ কোটি ৮০ লাখ টাকা)।
টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থনৈতিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। গত আগস্টে ওই ভবনের ফ্ল্যাটটি ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। এই ঘটনা নিয়ে প্রশ্ন ওঠার পর, টিউলিপের একজন মুখপাত্র দাবি করেছেন যে, এই ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই এবং তিনি কোনো অন্যায় করেননি।
আবদুল মোতালিফ, যিনি লন্ডনের কিংস ক্রস এলাকায় ফ্ল্যাটটির মালিক ছিলেন, স্বীকার করেছেন যে তিনি ফ্ল্যাটটি কিনেছিলেন, তবে ফিন্যান্সিয়াল টাইমসের সঙ্গে কথা বলার সময় পরবর্তীতে তার সঙ্গে কী ঘটেছে তা জানাতে চাননি। প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপের বাবা-মা আবদুল মোতালিফের দুর্দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন, আর এজন্য তিনি কৃতজ্ঞতাস্বরূপ ফ্ল্যাটটি টিউলিপকে উপহার দেন।
এছাড়া, মঈন গণি নামের এক আইনজীবীও এই ফ্ল্যাটে বসবাস করেছিলেন। মঈন গণির সঙ্গে শেখ হাসিনার ছবি রয়েছে, তবে তিনি এ বিষয়ে মন্তব্য করেননি। টিউলিপ সিদ্দিকের ভাইবোনরা পরবর্তীতে এই ফ্ল্যাটে বসবাস করেন।
এই ঘটনায় নতুন করে বিতর্ক সৃষ্টি হলেও, টিউলিপের পক্ষ থেকে কোনো অনৈতিকতার অভিযোগ অস্বীকার করা হয়েছে।