‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম পাঠ্যবই থেকে বাদ দেওয়ার প্রতিবাদে রাজধানীর পাঠ্যপুস্তক ভবনের সামনে অবস্থান নিয়েছিল ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’। এ অবস্থান কর্মসূচিতে হামলা চালায় ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ নামে একটি সংগঠন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এই হামলায় বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়ে অভিনেত্রী জয়া আহসান লেখেন, “আদিবাসী নাগরিকদের রক্তে ঢাকার রাস্তা যেভাবে রক্তাক্ত করা হলো, সেটা মর্মান্তিক। বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে আদিবাসীদের অংশগ্রহণে হামলা চালানো চরম অন্যায়। সংবিধানের দোহাই দিয়ে আমরা আদিবাসীদের ওপর হামলা করছি। আমাদের ইমান ঠিক আছে তো? এ দেশ থেকে সব ধরনের বৈষম্য দূর হোক।”
হামলার ঘটনায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র পক্ষ থেকে দোষীদের শাস্তি দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি ও চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। পাশাপাশি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।
রাঙামাটি ও খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনকারীরা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।