নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নাটোর জেলার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পাবনার ঈশ্বরদীর রুপপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি মো. মাহাবুর রহমান।
রিয়াজুল ইসলাম মাসুম সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। ওসি মাহাবুর জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ অগাস্ট মাসুমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। তবে ফেসবুকে তিনি নিয়মিত সক্রিয় ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনার রুপপুর এলাকায় মাসুমকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা বিষয়টি সদর থানায় জানায়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
মাসুমের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা, নির্যাতন ও হত্যাসহ সাতটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে জুলাই-অগাস্টের আন্দোলনের সময় সংঘটিত সহিংসতাও অন্তর্ভুক্ত।
গ্রেপ্তারের পর তাকে নাটোর সদর থানায় আনা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি মাহাবুর।