বিপিএলের একাদশ আসরের উদ্বোধনী ম্যাচের আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাইরে টিকেট সংকট ঘিরে উত্তেজনা দেখা দেয়। এক নম্বর গেট সংলগ্ন টিকেট কাউন্টারে টিকেট না থাকায় দর্শকদের হতাশা চরমে ওঠে। আগের দিনই বিসিবি জানিয়েছিল, অনলাইন এবং মধুমতি ব্যাংকের ৭টি শাখায় টিকেট পাওয়া যাবে। তবে তথ্য না জানায়, সকালে অনেকেই টিকেটের আশায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকেন।
মূল ফটকের সামনে বিক্ষুব্ধ দর্শকরা ব্যানার ছিঁড়ে এবং গেট ঝাঁকিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে লাঠিচার্জ করতে হয়। উত্তেজিত জনতা ইট-পাটকেল নিক্ষেপ করে।
দুর্বার রাজশাহীর টিম বাসকেও বিক্ষোভের মুখে ৪ নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করানো হয়। একইভাবে অনুশীলনে আসা মেহেদী হাসান মিরাজও বাধার সম্মুখীন হন।
রোববার সন্ধ্যায় মধুমতি ব্যাংকের মিরপুর শাখায় টিকেটপ্রত্যাশীদের ভাংচুরের ঘটনা ঘটে। ম্যাচের দিনও স্টেডিয়ামের বাইরে প্রচুর ভিড় ছিল, যদিও মাঠের ভেতরে তেমন দর্শক দেখা যায়নি।
বেলা সাড়ে ১২টার পর গেট খুলে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। অনলাইনে টিকেট কাটা দর্শকরা প্রিন্ট কপি বা মোবাইল কপি দেখিয়ে মাঠে প্রবেশ করেন। তবে প্রথম ম্যাচ শুরুর আগ পর্যন্ত গ্যালারিতে দর্শকের উপস্থিতি ছিল কম।