বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে টাইমড আউট নিয়ে নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয় চিটাগং কিংসের ড্রেসিং রুমে। খুলনা টাইগার্সের বিরুদ্ধে ২০৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা চিটাগং কিংস শুরুতেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে। সপ্তম ওভারে নাওয়াজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন মোহাম্মদ হায়দার। এরপর নতুন ব্যাটসম্যান টম ও’কনেল মাঠে প্রবেশ করতে দেরি করেন, যার ফলে আম্পায়ার টাইমড আউটের আবেদন করেন।
আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেটের নিয়ম অনুযায়ী, একটি ব্যাটসম্যান আউট হওয়ার পর ৯০ সেকেন্ডের মধ্যে নতুন ব্যাটসম্যানকে মাঠে আসতে হবে। তবে ও’কনেল সে সময়সীমা অতিক্রম করায় টাইমড আউটের শিকার হন। তবে, খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ পরে আবেদন প্রত্যাহার করে নেন, এবং ও’কনেলকে আবার ব্যাটিং করার সুযোগ দেন।
এই ঘটনা অবশ্য ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলেনি, কারণ ও’কনেল প্রথম বলেই আউট হয়ে যান। তবে মিরাজের সহানুভূতির জন্য তিনি টাইমড আউট হওয়ার শঙ্কা থেকে রক্ষা পান। ক্রিকেটবিশ্বে এই ঘটনাকে “স্পিরিট অব ক্রিকেট” হিসেবে অভিহিত করা হয়েছে, যার প্রশংসা করেন ফারভিজ মাহরুফ ও শাহিদ আফ্রিদি।
এটি বিপিএলে প্রথমবারের মতো টাইমড আউট নিয়ে এমন নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হল, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।