বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। তবে ম্যাচের আগে দুশ্চিন্তায় চিটাগাং শিবির। কারণ তাদের ফাইনালে তোলার নায়ক আলিস আল ইসলাম এখনও চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। খুলনার বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে রান নিতে গিয়ে তিনি পায়ে ব্যথা পান, যা এখনও ভোগাচ্ছে তাকে।
দলের মেডিকেল বিভাগ আলিসকে ফিট করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। টিম ম্যানেজমেন্টও চায় ফাইনালে তাকে একাদশে রাখতে। তবে ঝুঁকি নিতে রাজি নয় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। শেষ মুহূর্ত পর্যন্ত তার খেলার সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা হবে।
শেষ ম্যাচে দুর্দান্ত নায়কোচিত পারফরম্যান্স দেখান আলিস। শেষ ওভারে ১৫ রান তাড়া করতে গিয়ে তিনি রিয়ার্ড হয়ে গেলেও শেষ বলে ফিরে এসে বাউন্ডারি হাঁকিয়ে দলকে ফাইনালে পৌঁছে দেন। সেই স্মরণীয় ইনিংসের পর এবারও দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন এই স্পিনার-ব্যাটার।
চিটাগাং কিংসের সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে—আলিস কি খেলতে পারবেন? তার এক ঝলক পারফরম্যান্সই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। এখন সবকিছু নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। মাঠে নামলে চিটাগাং কিংস আরও আত্মবিশ্বাসী হবে, আর না পারলে তা হবে বড় ধাক্কা।