জাতীয় দলের তারকা পেসার খালেদ আহমেদকে জীবনের কঠিন সত্যের মুখোমুখি হতে হলো। চট্টগ্রামে বিপিএলে খুলনা টাইগার্সের বিপক্ষে চিটাগং কিংসের জয় উদযাপন শেষে হোটেলে ফিরে মায়ের মৃত্যুসংবাদ পান তিনি।
মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছে চিটাগং কিংস ম্যানেজমেন্ট। রাত দেড়টায় ফেসবুকে পোস্ট দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, “মা হারানো শোকার্ত খালেদের প্রতি গভীর সমবেদনা। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।” সিলেট স্ট্রাইকার্সও শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।
মাঠে খেলার দিনটিতে পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন খালেদ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনাকে ৪৫ রানে হারাতে তার অসাধারণ ভূমিকা ছিল। ব্যাট হাতে ২ বলে ৭ রান করার পাশাপাশি ৪ ওভারে ২৬ রানে শিকার করেন ২ উইকেট। তার দল চিটাগং কিংস টানা চতুর্থ জয় উদযাপন করে।
মায়ের মৃত্যুসংবাদে খালেদের দলের আনন্দ মিলিয়ে যায়। শোকের এই কঠিন মুহূর্তে দেশের ক্রিকেটাঙ্গন তার পাশে রয়েছে। আল্লাহর দরবারে তার মায়ের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেছে সবাই।