পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের একাংশ বৃহস্পতিবার রাতে মশাল মিছিল করেছে। রাত সাড়ে ৭টায় ভাস্কর্য চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি বিজ্ঞান অনুষদ চত্বর, কাঁঠালতলা ঘুরে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা “নিপীড়নের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও”, “আমার মাটি, আমার মা, সন্ত্রাসীদের হবে না” এবং “লড়াই করে বাঁচতে চাই” ইত্যাদি স্লোগান দেন।
নাট্যকলা বিভাগের শিক্ষার্থী কিশোর সাম্য বলেন, “সরকার আদিবাসীদের ন্যায্য স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাচ্ছে। তাদের মিছিলে হামলার মাধ্যমে সরকারের মনোভাব প্রকাশ পেয়েছে।” আইন বিভাগের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, “শিক্ষার্থীদের ওপর হামলা প্রমাণ করে, এই সরকার জনগণের জন্য নয়।”
এর আগে আদিবাসী স্বীকৃতির দাবিতে “স্টুডেন্ট ফর সভারেন্টি” কর্তৃক স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, লাঠিচার্জ ও টিয়ারশেল ব্যবহার করে।
শিক্ষার্থীরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।