রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের ওপর হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নগরীর হেতেম খাঁ এলাকায় শহীদের ওপর হামলা হয়। আহত অবস্থায় শহীদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। শহীদ রাবির ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মানববন্ধনে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব বলেন, ‘‘শহীদ আমাদের আন্দোলনের একজন সাহসী নেতা, তার ওপর হামলা প্রতিবাদী সকলের ওপর হামলা।’’
শিক্ষার্থী মাসুম বিল্লাহ জানান, ‘‘যারা জুলাই আন্দোলনের নেতৃত্বে ছিল, তাদের ওপর হামলা হতে পারে। প্রশাসনকে আমাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’’
এ মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যার সঞ্চালনা করেন ফাহিম রেজা।