অমর একুশে বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মেলায় গিয়ে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বই কেনেন।
বইমেলায় ইসলামী ছাত্র শিবির পরিচালিত আইসিএস পাবলিকেশনসহ অন্যান্য স্টল পরিদর্শনের সময় তিনি ড. ফারুক হোসেন সম্পাদিত ৩৬ জুলাই: ছাত্র-জনতার বিজয়, ফ্যাসিবাদের পতন বইটি কিনতে চান। তবে স্টল কর্তৃপক্ষ তার কাছ থেকে বইয়ের মূল্য নিতে অস্বীকৃতি জানালে তিনি বিনামূল্যে বই নিতে রাজি হননি। পাঞ্জাবির পকেট থেকে টাকা বের করে বইয়ের প্রকৃত মূল্য পরিশোধ করেন এবং অতিরিক্ত টাকা ফেরত চান। তার এই আচরণ দেখে উপস্থিত দর্শনার্থীরা বিস্মিত হন।
বইমেলায় আগত দর্শনার্থীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “ফেব্রুয়ারি মাস বাংলার জনগণের হৃদয়ে স্মৃতি বিজড়িত। একুশে বইমেলা ভাষা শহিদদের স্মরণে আয়োজন করা হয়। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের জনগণ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে কোনো বৈষম্য থাকা উচিত নয়। প্রত্যেককে নিজেদের সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করতে হবে।”
বইমেলায় নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “জনগণের জান-মালের সুরক্ষায় প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন থাকতে হবে।”
এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা।