আবারও বিরোধে জড়ালেন ঢাকাই সিনেমার দুই তারকাশিল্পী শাকিব খান ও শবনম বুবলী। সম্পর্কে দু’জন স্বামী-স্ত্রী। যদিও শাকিব একাধিকবার বলেছেন, বুবলীর সঙ্গে তার কোনোরকম সম্পর্ক নেই এখন।
অন্যদিকে বরাবরই বুবলীর দাবি, শাকিবের সঙ্গে তার এখনও কাগজে কলমে সম্পর্ক রয়ে গেছে। তার মানে এই, তাদের মধ্যে ডিভোর্স হয়নি। এই সম্পর্কের সূত্র ধরে শাকিবের সাবেক স্ত্রী নায়িকা অপু বিশ্বাস ও বুবলীর মধ্যে প্রকাশ্য বিরোধ দেখা যায়। আর সেই বিরোধে মাঝে মধ্যে আগুন জ্বেলে উসকে দেন খোদ শাকিব খান।
এর আগে বুবলীকে তিনি ‘বাজে মেয়ে’ বলে অশ্লীল মন্তব্য করেছেন। যদিও সেসময় বুবলী অনেকটা নিরবেই শাকিবের প্রকাশ্য অপমান হজম করে নেন। সম্প্রতি অপু-বুবলীর বিরোধের জের ধরে শাকিব খান স্পষ্ট বিষোদগার করেন বুবলীর প্রতি। এক টিভি সাক্ষাৎকারে বুবলী ও সংগীতশিল্পী তাপসের প্রেমের গুঞ্জন প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তার তো এর আগেও অনেক স্ক্যান্ডাল শুনেছি। বুবলী আমার জীবনে অতীত।’ শাকিবের এই ধরনের অপমান এবার আর হজম করেননি বুবলী। প্রতিউত্তরে ফেসবুকে তিনি লিখেছেন,“ভূতের মুখে রাম রাম! অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন।
অবশ্য এরকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে, নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়।” এর মাধ্যমে বুবলী ও শাকিবের প্রকাশ্য লড়াই যে শুরু হলো সেটা স্পষ্ট।