ফেনীতে আয়োজিত হল প্রীতি ফুটব্ল ম্যাচ। নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশানের (এনবিএমইজিএফ) আয়োজনে এ খেলায় অংশগ্রহণ করে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি।
০১ মার্চ শুক্রবার বেলা ৩টায় খেলা উদ্বোধন করেন ফেনী-১ আসনের এমপি আলাউদ্দিন চৌধুরী নাসিম, ফেনী-২ আসানের এমপি নিজাম উদ্দিন হাজারী, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শলী।
ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে বিকাল ৩টায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন একাদশ মুখোমুখি হন।
নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অংশগ্রহণ ছাড়াও উদ্যোক্তা ও মূল্যবোধ চর্চার অনলাইন প্লাটফর্ম তৈরির লক্ষ্যে ফেনী এসেছেন ক্রীড়া সংগঠক, আইনজীবী ও সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
এসময় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আমি ফেনীকে হারাতে আসিনি। আমরা হারাতে চাই যারা এ দেশ থেকে ফুলবলকে বিদায় দিতে চায় তাদেরকে। যারা এ দেশ থেকে ফুটবলকে বিদায় দিতে চাচ্ছে। তাদের বিরুদ্ধে আমার খেলা। আমি ফেনীর মানুষকে সঙ্গে নিয়ে এদের বিরুদ্ধে লড়তে ছাই।
প্রীতি ম্যাচের আয়োজক নিজে বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ বলেন, নিজের বলার মতো একটি গল্প উদ্যোক্তা তৈরির পাশাপাশি করে যাচ্ছে মানবিক কাজও। উদ্যোক্তাদের শুধু ব্যবসায়িক কার্যক্রমে সীমাবদ্ধ না থেকে ক্রীড়া ক্ষেত্রে বিচরণের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। খেলায় সারা দেশ থেকে নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের উদ্যোক্তারা অংশ নেন। এখান থেকে আমরা একটি ফুটবল দল গঠন করব।