চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) উপস্থিত হয়ে সংস্থাটির প্রধান হারুন অর রশীদের কাছে অভিযোগ করেছেন সংগীতশিল্পী ও গান বাংলা টিভির কর্ণধার কৌশিক হোসেন তাপস। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল অপু বিশ্বাসকে ডিবি কার্যালয়ে ডেকেও নেওয়া হয়েছিল।
গতকাল দুপুর থেকে এমন খবরই গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় চর্চায় ছিল। বিকালে জানা গেল, আসলে অপুর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি তাপস। মূলত ফেসবুকে একটি পোস্ট, একটি কলরেকর্ড ও অপুর একটি ভিডিওবার্তাকে ঘিরে সৃস্ট সমস্যার সমাধানের জন্য দু”জনেই ডিবি অফিসে গিয়েছিলেন বলে শেষ পর্যন্ত জানা গেছে।
ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। গানবাংলা টিভির চেয়ারপারসন তথা তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে লিখেছেন, তাপসের সঙ্গে চিত্রনায়িকা বুবলীর গোপন সম্পর্ক রয়েছে। যার কারণে তার সংসার ভাঙার উপক্রম হয়েছে। যদিও স্ট্যাটাস কিছুক্ষণের মধ্যেই মুছে ফেলা হয়।
এর কিছুদিন পর মুন্নির সঙ্গে অপু বিশ্বাসের ফোনে কথোপকথনের একটি কল রেকর্ড ইন্টারনেটে ভাইরাল হয়। যেখানে পুরোটা সময় বুবলী ও তাপসের বিষোদ্গার করা হয়েছে। সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এক অনুষ্ঠানে এসে তাপস-মুন্নি পুরো ঘটনা পরিষ্কার করেন। যাতে অপুই ভিলেন হিসাবে সামনে আসে। এরপর গত ১৭ ডিসেম্বর ভিডিও বার্তায় অপু বিশ্বাস অভিযোগের আঙুল তোলেন মুন্নির দিকেই। ডিবিতে যাওয়া প্রসঙ্গে তাপস বলেন, ”আমার অভিযোগ ছিল, ওই কল রেকর্ড কীভাবে ফাঁস হয়েছে, কেন ফাঁস হলো, সে বিষয়ে।” অপু বলেন, ”আমরা সবাই মানুষ, আর মানুষ ভুলের উর্ধে নয়। আমার ফেসবুক পেজে যে ভিডিওটি দিয়েছিলাম, তাপস ভাই ও মুন্নি ভাবির প্রতি সম্মানের জায়গা থেকে আমি সেটা আজই ডিলিট করে দেব।”